bristi dekhechi

Upload: nisar-hossain

Post on 07-Jan-2016

219 views

Category:

Documents


0 download

DESCRIPTION

আমি বৃষ্টি দেখেছিবৃষ্টির ছবি একেছিআমি রোদে পুড়েঘুরে ঘুরে অনেক কেঁদেছিআমার আকাশ কুসুম স্বপ্ন দেখারখেলা থামেনিশুধু তুমি চলে যাবেআমি স্বপ্নেও ভাবিনিআমি বৃষ্টি দেখেছিচারটে দেয়াল মানেই নয়তো ঘরনিজের ঘরেও অনেক মানুষ পরকখন কিসের টানে মানুষপায় যে খুঁজে বাঁচার মানেঝাপসা চোখে দেখা এই শহরআমি অনেক ভেঙ্গেচুরেওআবার শুরু করেছিআবার পাওয়ার আশায়ঘুরে মরেছিআমি অনেক হেরে গিয়েওহারটা স্বীকার করিনিশুধু তোমায় হারাবোআমি স্বপ্নেও ভাবিনিআমি বৃষ্টি দেখেছিহারিয়ে গেছে তরতাজা সময়হারিয়ে যেতে করেনি আমার ভয়কখন কিসের টানে মানুষপায় যে খুঁজে বাঁচার মানেঝাপসা চোখে দেখা এই শহরআমি অনেক স্রোতেবয়ে গিয়েঅনেক ঠকেছিআমি আগুন থেকেঠেকে শিখেঅনেক পুড়েছিআমি অনেক কষ্টেঅনেক কিছুইদিতে শিখেছিশুধু তোমায় বিদায় দিতে হবেস্বপ্নেও ভাবিনি

TRANSCRIPT

  • -------------------------------------------